প্রয়োজনে জেলে যাব, আওয়ামী লীগ পালাবার দল নয়: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, আপনারা প্রতিদিনই সরকারের পতন দেখতে পাচ্ছেন। প্রতিদিই বলেন সরকার পালিয়ে যাবে। কোথায় পালাবো? আমাদের দেশ বাংলাদেশ। পালানোর ইতিহাস আমাদের নেই। প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাবো। আওয়ামী লীগ পলাবার দল নয়।