ওবায়দুল কাদেরের উস্কানিমূলক বক্তব্যের কারণেই পুলিশ আজ বেপরোয়া: রিজভী

0

ওবায়দুল কাদেরের উস্কানিমূলক বক্তব্যের কারণেই পুলিশ আজ বেপরোয়া জানিয়ে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার প্রধানের নিকট আত্মীয়রা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। তাই সরকার অর্থ পাচারকারীদের নাম প্রকাশ করছে না। দেশে কোথায় উন্নতি হয়েছে? আছে শুধু   জনজীবনে অস্থিরতা ভোগান্তি, যানজট আর লুটপাট।

তিনি বলেন, এই সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যার স্কুল, ব্যাংক ডাকাতির স্কুল আর সন্ত্রাসি বানানোর স্কুল।

 

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তাকে বাউল সম্রাট আখ্যা দিয়ে বলেন, উনি সকাল-সন্ধ্যা সাংবাদিকদের সামনে বাউল সঙ্গীত গান। গানে দেশের কোনো কথা নেই, শুধু বিএনপি আর বিএনপি। তিনি বলেন- “ভোলায় আগে ছাত্রদল হামলা করেছে। তারা হামলা করলে কি পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে”। আপনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণেই পুলিশ আজ বেপরোয়া। রাজপথে ফয়সালা হবে। আন্দোলনের উত্তাল ঢেউয়ে আপনার পুলিশ দেখবে জনগণ কি জিনিস।

 

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এরপরে আমাদের আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হবে। এই আন্দোলন জোরে সোরে ডানদিকে গণভবনের দিকে এবং বাম দিকে বঙ্গভবনের দিকে।এই দুই ভবন দখল করলেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আসবে। বাক-স্বাধীনতা ফিরে আসবে।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com