দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে একমত গণফোরাম-পিপলস পার্টি

0

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে একমত হয়েছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। মঙ্গলবার (৯ আগস্ট) এক সংলাপে এ সিদ্ধান্ত নেয় দল দুটি।

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। সেই স্বার্থে আমরা গণফোরাম ও পিপলস পার্টি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এই ব্যাপারে একমত হয়েছি। পাশাপাশি জনস্বার্থে দাবি আদায়ে রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করতে প্রস্তুত আছি।

গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে পুনরায় জনতাকে লুট করার পরিকল্পনা জনগণকে সঙ্গে নিয়ে ঠেকিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী বলেন, দলমত নির্বিশেষে মৌলিক ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তাই আমরা পিপলস পার্টি ও গণফোরাম জনদাবি আদায়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে প্রস্তুত আছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com