গত ১৪ বছর বিএনপিকে কিছু বলিনি, এখন পাল্টা জবাব দেয়া হবে: তোফায়েল আহমেদ
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য দলের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ আগামী ২৩ সালের জাতীয় নির্বাচনের জন্য ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, গত ১৪ বছর বিএনপিকে কিছু বলিনি। এখন পাল্টা জবাব দেয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় কথায় বলেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি থাকবে না। তাকে বলছি, আওয়ামী লীগকে হঠানো এত সহজ নয়।
মঙ্গলবার ভোলায় জেলা আওয়ামী লীগ আয়োজিত অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ গত দুই দিন ধরে ভোলার দক্ষিণ দিঘলদী, ভেলুমিয়া, ভেদুরিয়া ইউনিয়নে ১৫টি পথসভা ও গণসংযোগ করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।