অনেক দেশের চেয়ে আমরা এখনো ভালো আছি, আমাদের খাদ্য আছে সম্পদ আছে: প্রতিমন্ত্রী
বিশ্বব্যাপী জ্বালানিসংকটের প্রসঙ্গ টেনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমাদের নিজেদের খাদ্য আছে, নিজেদের কিছু সম্পদ আছে। অনেক দেশের চেয়ে আমরা এখনো ভালো আছি। চ্যালেঞ্জ মোকাবিলায় অবিচল থাকলে এ ধরনের বিপদ-আপদ থেকে পার হতে পারব।
জাতীয় জ্বালানিনিরাপত্তা দিবস উপলক্ষে মঙ্গলবার এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অনেক দেশ খুবই সমস্যার মধ্যে পড়ে গেছে। আমরা এখন একটি যুদ্ধের মধ্যে আছি। সারা পৃথিবীর প্রতিটি দেশই যুদ্ধ করছে। আমরাও এর বাইরে নই।