আমরা সরকারের সঙ্গে নির্বাচনী জোট করেছিলাম, তারা এত দুর্নীতি করবে ভাবিওনি: চুন্নু
জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, মানুষের আর পেছনে ফেরার সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাসে এত বেশি তেলের দাম আর কখনো বাড়েনি। আমরা সরকারের সঙ্গে নির্বাচনী জোট করেছিলাম। তারা এত লুটপাট, দুর্নীতি করবে- এটা ভাবতেও পারিনি।
গতকাল সোমবার (৮ আগস্ট) বিকেলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। বুধবার (১০ আগস্ট) দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলও করবে দলটি।
চুন্নু বলেন, গত (রোববার) পরিকল্পনা মন্ত্রী বলেন, তারা আইএমএফ’র পরামর্শে দাম বাড়িয়েছে, অর্থমন্ত্রী বলেন আন্তর্জাতিক বাজার বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছি আমরা। তাদের কারও কথার ঠিক নেই। প্রধানমন্ত্রী আপনি গণভবনে গণ্ডির মধ্যে সঠিক অবস্থা জানতে পারছেন না আপনার দলের লোকজন কীভাবে লুটপাট করছে। সঠিক অবস্থা জেনে নিন, না হলে জাতীয় পার্টি মাঠ থেকে সরে যাবে না।