কারবালার মূলবার্তা নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ: বিএনপি মহাসচিব
পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কারবালার মূল বার্তা হচ্ছে—ব্যক্তিগত কোনও অভিলাষ নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করা।’
মঙ্গলবার (৯ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে বিএনপির মহাসচিব এ কথা বলেন।
বাণীতে উল্লেখ করা হয়, হজরত মুহম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের মর্মস্পর্শী ও শোকাবহ স্মৃতিবিজড়িত দিন ১০ মহররম আমাদের আজও গভীর দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত করে তোলে। মহররম অর্থ মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তাছাড়াও মানব জাতির ঊষালগ্ন থেকেই অনেক ইতিহাস, ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত রয়েছে এই মাসকে ঘিরে।
তিনি বলেন, ‘কারবালার ঘটনা বিশ্ব মুসলিমসহ সারা মানব জাতিকে শোক ও বেদনায় স্তব্ধ করে দেয়। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জেহাদ এবং মানবিক সাম্য ও মানবমর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে কারবালায় তিনি, নিজ পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচররা জালিমের হাতে শহীদ হন।’