জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের নির্দয় সিদ্ধান্ত: জিএম কাদের বলেন
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার নাকি আইএমএফের পরামর্শে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আইএমএফ যদি মানুষ হত্যা করতে বলে তাহলে কি সরকার মানুষ হত্যা করবে? সরকার নজিরবিহীন ভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এটাকে আমরা বলেছি নির্দয় সিদ্ধান্ত।
গতকাল সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে সামনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, মানুষের প্রতি ভালোবাসা থাকলে সরকার এমন গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারে না। জ্বালানি তেলের দাম বাড়ানো যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।
এরশাদ দেশ পরিচালনার সময় পেট্রোল, অকটেন, ডিজেলের দাম কমিয়েছিলেন উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, এরশাদ তেলের ওপর ট্যাক্স নিতেন না। তেল এমন জিনিস, এর দাম বাড়লে জনগণের হৃদয়ে আঘাত করে। আমরা মানুষের হৃদয়ে আঘাত সহ্য করতে পারি না। তেলের দাম যখন নিম্নমুখী তখন হঠাৎ করে দাম বাড়াতে হলো। বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের মূল্য ১০৯ ডলার থেকে কমিয়ে ৮৯ ডলার হয়েছে, তখন কেন দেশে তেলের মূল্য বাড়াতে হবে।