শেখ মুজিবুর রহমানের লড়াই-সংগ্রামে শেখ ফজিলাতুন্নেছা সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন: বাহাউদ্দিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই-সংগ্রামে শেখ ফজিলাতুন্নেছা তার পাশে শুধু স্ত্রী হিসেবে নয়, একজন সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সোমবার (৮ আগস্ট) শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, তিনি তাঁর পরিবারের সদস্যের দায়িত্বসহ জাতির পিতার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্দিনে দায়িত্ব নিয়ে অনুপ্রেরণা দিয়েছেন এবং পরামর্শ ও দিক-নির্দেশনা দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইতিহাসের পাতায় একজন মহীয়সী নারী। তিনি একজন সাহসী নারী হিসেবে সারা বিশ্বে পরিচিত। তার কর্মময় জীবন, সাহসিকতা, দায়িত্ববোধ, নীতি আদর্শের জন্য স্মরণীয় হয়ে আছেন সবার কাছে। তার সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। তিনি ইতিহাসের পাতায় চিরস্মরণীয়।