ঝালকাঠিতে বিএনপি নেতার ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

0
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক এমপি প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম জামালের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

রবিবার ( ৭ আগস্ট) বাদ আছর গোরস্থান মসজিদে ভোলার ছাত্রদল সভাপিতসহ ২জন পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় জেলা বিএনপির দোয়া-মোনাজাত কর্মসূচী পালন করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে সন্ধ্যায় শহরের শিল্পকলা একাডেমির সম্মুখে এ হামলা চালানো হন তিনি।

 

জেলা বিএনপির নেতৃবৃন্ধ অভিযোগ করেন, রবিবার সন্ধ্যায় শহরের শিল্পকলা একামেডির সামনে সাবেক এমপি প্রার্থী বিএনপি নেতা জামালের প্রাইভেটকার থামিয়ে এ হামলা করা হয়। হামলায় আহত বিএনপি নেতা জামালকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রফিকুল ইসলাম জামাল অস্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঝালকাঠি-১ আসনে নির্বাচন করেন।

 

আহত রফিকুল ইসলাম জামাল অভিযোগ করেছেন, দলীয় দোয়া-মোনাজাত কর্মসূচী পালন করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সম্মুখে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার গাড়ি বেরিকেড দেয়। তিনি তাদের সাথে কথা বলার চেষ্টা করতেই সংঘবদ্ধ নেতাকর্মীরা তার উপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার গাড়িটিও ব্যাপক ভাংচুর করা হয় বলে তিনি অভিযোগ করেন।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com