জ্বালানি তেলের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
সব ধরনের জ্বালানি তেলের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গতকাল রোববার বেলা ১১টায় শিবির সেক্রেটারি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের পর সমাবেশে সেক্রেটারি রাজিবুর রহমান বলেন, ‘ভোটচোর স্বৈরাচারী আওয়ামী সরকার দেশকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে শুষে ফেলে রিজার্ভের ওপর কালো থাবা বসিয়েছে। সম্পূর্ণ অন্যায় ও অন্যায্যভাবে স্বাধীনতার ৫০ বছরের মধ্যে একলাফে তেলের মূল্যে ৫০ শতাংশ বাড়ানোর ধৃষ্টতা দেখিয়েছে। আমরা সরকারের অন্যায্য সিদ্ধান্ত মানি না। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। গালগল্প বলা আওয়ামী সরকার আইএমএফ-এর কাছে ঋণ চেয়ে বুঝিয়েছে যে দেশ কতটা অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে।’
তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘তোমাদের অন্যায় সয়ে নেয়ার দিন শেষ হয়ে গেছে। ছাত্রসমাজ রাজপথে নেমেছে। ছাত্রসমাজ তাদের দাবি আদায় না করে ঘরে ফিরবে না। গত সাত বছরে জ্বালানি খাত থেকে ৪৭ হাজার কোটি টাকা আয় করেছে সরকার। এ টাকা কার পকেটে ঢুকেছে, কোন দেশে পাচার হয়েছে তার জবাব চাই। প্রতিটি টাকার হিসাব এদেশের জনগণ নিয়ে ছাড়বে। শান্তিতে থাকতে না দিলে এদেশের মানুষ গণআন্দোলন গড়ে তুলে তোমাদের দেশ ছাড়া করবে। বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে হবে। শিগগিরই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ অবৈধ সরকারের চূড়ান্ত পতন ঘটিয়ে তার জবাব দেবে ইনশাআল্লাহ।’