জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় জামায়াতের ১৫০ নেতাকর্মী আসামি

0

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার মধ্যরাতে শেরেবাংলা নগর থানায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে। এতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাড়ি ভাঙচুর ও নাশকতার ঘটনায় দায়ের মামলায় রেজাউল ছাড়াও আরও ১৫ জনের নাম উল্লেখ করে জামায়াত-শিবিরের অজ্ঞাতপরিচয়ে আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.