সরকারের গলায় গামছা লাগিয়ে ক্ষমতা থেকে নামাতে শিগগিরই ঐক্যবদ্ধ কর্মসূচি আসছে: সাকি

0

জ্বালানি তেলে দাম কমাতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

এ সময়ের মধ্যে দাম না কমালে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

শনিবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহীতে আয়োজিত এক গণ সংলাপে তিনি এ আল্টিমেটাম দেন।

গণ সংলাপে জ্বালানি তেলের সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত ও খাদ্য নিরাপত্তায় ঘাটতি দেখা দিলে ক্ষমতার মসনদ উড়ে যাবে বলে মন্তব্য করেন সাকি।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নের ফানুস এখন ফুটো হয়ে যাচ্ছে। তাই পরিস্থিতি সামাল দিলে আইএমএফের ঋণের ফাঁদে পা দিয়েছে সরকার। তবে সরকারের গলায় গামছা লাগিয়ে ক্ষমতা থেকে নামাতে শিগগিরই বিএনপিসহ সরকার বিরোধীদলগুলো মিলে ঐক্যবদ্ধ কর্মসূচি আসছে বলেও জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com