ক্ষমতা ধরে রাখার স্বার্থে জনগণকে বলি দিচ্ছে সরকার: রব

0

ক্ষমতা ধরে রাখার স্বার্থে যেন তেন প্রকারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে সরকার জনগণকে বলি দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। দুর্নীতি ও অপচয় বন্ধ করেও বর্তমান ঘাটতি সমন্বয়ের শর্ত পূরণ করা যেত বলেও তিনি মন্তব্য করেন।

রোববার (৬ আগস্ট) সিরাজগঞ্জে বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জেএসডিতে যোগদান উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আ স ম আবদুর রব বলেন, ক্ষমতা ধরে রাখার স্বার্থে যেন তেন প্রকারে আইএমএফের শর্ত পূরণে জনগণকে বলি দিচ্ছে সরকার। দুর্নীতি ও অপচয় বন্ধ করেও ঘাটতি সমন্বয়ের শর্ত পূরণ করা যেত। সরকার সে পদক্ষেপ নেয়নি। সরকার সীমাহীন দুর্নীতি ও অবাধ লুণ্ঠনের পথ খোলা রেখে দেশের জনগণের বেঁচে থাকার অধিকারকেই তছনছ ও পদদলিত করে দিয়েছে।

এ সময় বেঁচে থাকার স্বার্থেই সরকারকে বিদায় করার লক্ষ্যে চূড়ান্ত লড়াইয়ের জন্য জনগণকে রাজপথে নামার আহ্বান জানান রব। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অনিবার্য হয়ে পড়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com