পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রটোকল দেওয়া কাম্য নয়: জাসদ

0

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রটোকল দেওয়া কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয় বলে উল্লেখ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ কথা জানান।

জাসদ নেতারা বলেন, ট্রানজিট প্যাসেঞ্জার হিসাবে চট্রগ্রাম বিমানবন্দরে অবতরণকারী পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল দেওয়া অনাকাঙ্ক্ষিত।

বিবৃতিতে তারা বলেন, পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির উপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়নি। বরং পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সরকারের প্রটোকল দেওয়া কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com