বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

0

ষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার গ্রেপ্তারকৃত মো. আব্দুল আওয়াল ও নুরনবী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তবে ধর্ষণে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

আব্দুল আওয়ালকে (৩০) শুক্রবার ভোর পাঁচটায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর টানকালিয়াকৈর গ্রাম থেকে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করে। তিনি ওই উপজেলার কাঞ্চনপুর গ্রামের সুকুর আলীর ছেলে। পরে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে একই উপজেলার সোহাগপল্লী এলাকা থেকে নুরনবীকে (২৬) গ্রেপ্তার করা হয়। নুরনবী কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধুনারচর গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার শিলাবহ পশ্চিমপাড়া গ্রামে বসবাস করেন। নুরনবীর কাছ থেকে ডাকাতিকালে লুট করা একটি ফোন সেট উদ্ধার করা হয়। নুরনবী পুলিশকে জানিয়েছেন লুণ্ঠিত আরো একটি মোবাইল সেট তার কাছে ছিল। সেটি তিনি এক টোকাইকে দিয়ে দিয়েছেন।

পুলিশ সুপার জানান, আগামী শনিবার গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে হাজির করা হবে। এই দুইজন বাসে ডাকাতির সময় ধর্ষণে যুক্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য ধর্ষণের শিকার ওই নারীর সামনে হাজির করা হবে। এ জন্য আদালতের অনুমতি নেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com