থানার মধ্যেই পুলিশকে পেটালেন যুবক

0

পারিবারিক কলহের মামলায় পরামর্শ দেয়ার জন্য এক যুবককে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। তাকে এক পুলিশ কর্মকর্তা বোঝানোর চেষ্টা করতেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। তারপরই ওই পুলিশ কর্মকর্তাকে এলোপাথাড়ি মারতে শুরু করে। যুবককে থামাতে পাল্টা মার দিতেও দেখা যায় পুলিশ কর্মকর্তাকে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

এ প্রসঙ্গে মৈনপুরীর সহকারী পুলিশ সুপার মধুবন কুমার (এএসপি) জানিয়েছেন, যুবকের বিরুদ্ধে পারিবারিক কলহের অভিযোগ দায়ের হয়েছে। যুবককে পরামর্শ দেয়ার জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল। এক পুলিশ কর্মকর্তা তার সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। তাকে পরামর্শ দেয়ার চেষ্টা করেন। হঠাৎই ওই যুবক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালান।

পুলিশ সুপার আরো বলেন, যুবকের পরিবার দাবি করেছে সে মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছে। তবে এই দাবি সত্যি কিনা তা খতিয়ে দেখার জন্য চিকিৎসার সমস্ত নথি যুবকের পরিবারের কাছে চাওয়া হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com