ন্যাটোতে যোগ দিতে প্রটোকল সই করল সুইডেন-ফিনল্যান্ড

0

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার জন্য একটি প্রটোকলে সই করেছে সুইডেন এবং ফিনল্যান্ড।

মঙ্গলবার ন্যাটো জোটে যোগ দেওয়ার বিষয়ে দেশ দুটি প্রটোকল সই করার পর একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখা দিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটে যোগ দেওয়ার ফলে এর সদস্য সংখ্যা হবে ৩২।

স্টলটেনবার্গ বলেন, সুইডেন এবং ফিনল্যান্ডের এই জোটে যোগ দেওয়ার প্রক্রিয়াটি এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এ দিকে, ন্যাটো জোটে যোগ দেওয়ার সুযোগ দেওয়ায় বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অ্যান লিন্ডে। তবে ফিল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে এসেছে রাশিয়া। দেশটি এখনো সেই অবস্থানে আছে।

দুই দেশের জাতীয় সংসদ এখন এই প্রটোকলে অনুমোদন দিলে দেশ দুটি আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটের সদস্যভুক্ত হবে।

১৯৯০ সালের পর এই প্রটোকলে সই ন্যাটো জোটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যদিয়ে সুইডেন ও ফিনল্যান্ডের মতো দুটি গুরুত্বপূর্ণ দেশ এই সামরিক জোটের সদস্য হলো। ন্যাটো জোট গঠনের পর থেকে এ দুই দেশ নিরপেক্ষ অবস্থানে ছিল।

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে গত সপ্তাহে তুরস্ক তার আপত্তি তুলে নেয়। এরপরই দেশ দুটির জন্য এই জোটে যোগ দেওয়ার পথ সহজ হয়।

সূত্র: আলজাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com