ইতালির উত্তরাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা

0

খরা মোকাবিলায় সোমবার ইতালির উত্তরাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এমিলিয়া-রোমাগনা, ফ্রিউলি-ভেনেজিয়া গিউলিয়া, লোমবার্ডি, পাইডমন্ট এবং ভেনেটো এলাকায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে ৩৬.৫ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে সরকার। তহবিলের সবচেয়ে বড় অংশটি দেওয়া হবে এমিলিয়া-রোমাগনা অঞ্চলে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরায় ভুগছে ইতালি। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ চলতি বছরের শুরু থেকে গত বছরের তুলনায় অর্ধেকে নেমে গেছে।

কৃষি উৎপাদনে খরা পরিস্থিতির নেতিবাচক প্রভাব নিয়ে এরইমধ্যে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সংকট ৩০ শতাংশের মতো কৃষি উৎপাদনকে হুমকির মুখে ফেলেছে। কৃষি খাতে এ পর্যন্ত প্রায় তিন বিলিয়ন ইউরোর মতো ক্ষতি হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com