পাকিস্তানের সাবেক মন্ত্রী গ্রেফতার

0

পাকিস্তানের সাবেক মন্ত্রী বাবর খান ঘোরিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুবাই থেকে দেশে ফিরলে করাচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

করাচিভিত্তিক এমকিউএমের এই নেতা ইউসুফ রাজা গিলানি ও শওকত আজিজের আমলে বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ সূত্র জানায়, ঘোরি কয়েক মাস ধরে দুবাই বাস করছিলেন। এক সপ্তাহ আগে তিনি পাকিস্তান ফিরে আসার টিকিটে কেটেছিলেন। পরে হঠাৎ করে তিনি যাত্রা বাতিল করেন। তিনি যে সোমবার দেশে ফিরছেন, তা পাকিস্তান পুলিশ জানতে পেরেছিল।

সূত্র : জিও টিভি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com