এতিম হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে দিলো কাশ্মীরি মুসলিমরা

0

মীনাক্ষী কুমারি নামে এক এতিম হিন্দু মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়ে দিলো গ্রামের মুসলিমরা।

রোববার পুবের কলম জানায়, ঘটনাটি ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের।

মীনাক্ষীর বাবা মোহনলাল ছিলেন একজন হিন্দু পণ্ডিত। বাবার মৃত্যুর পরও মুসলিম অধ্যুষিত গ্রাম ছেড়ে যাননি তিনি; বরং মুসলিমদের সাথে মিলেমিশে কাটিয়ে দিয়েছেন অনেক বছর। অবশেষে মীনাক্ষীর বিয়ে হলো গান্ডেরবালের লার গ্রামে।

স্থানীয় সাবেক বিধায়ক শেখ ইশফাক বলেন, আমরা তাকে আলাদা সম্প্রদায়ের মনে করিনি। তারা আমাদের অংশ। তাদেরকে সহায়তা করা নৈতিক দায়িত্ব মনে করি।

বিয়ের পর একটি ভিডিও ভাইরাল হয়। তাতে মুসলিম নারী-পুরুষদের বিয়ের আচার অনুষ্ঠানে অংশ নেন এবং এক বৃদ্ধকে দেখা যায়- তিনি মীনাক্ষীর জন্য ‘আশীর্বাদ’ করছেন।

গ্রামের লোকেরা বলছেন, কাশ্মীরি হিন্দু-মুসলিম মিলে যে শান্তিতে বসবাস করছে এ ভিডিও তার প্রমাণ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com