করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৪০ লাখ ছাড়ালো

0

মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৫ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১২টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৪০ লাখ ৯১ হাজার ৪০৮ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৬০ হাজার ৮৬৮ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫২ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার ৮৩০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৯৫ লাখ ২২ হাজার ৩২৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩০৮ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৫ লাখ দুই হাজার ৪২৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ১৯৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৯২০ মানুষ। ছয় লাখ ৭১ হাজার ৯৩৮ জন মারা গেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com