‘ইমরানের কারণে আইএমএফ পাকিস্তানকে বিশ্বাস করে না’

0

আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারকে বলেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অন্যায়ের কারণে তারা আর পাকিস্তানকে বিশ্বাস করে না। শনিবার এমন দাবি করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। লাহোরের পিপি-১৬৭ আসনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় আইএমএফের সঙ্গে ইমরান খান যে চুক্তি স্বাক্ষর করেছেন তাকে তিনি ‘ব্যাড ডিল’ বা খারাপ চুক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক এই অর্থদাতা সংস্থার সঙ্গে পাকিস্তান যে চুক্তি করেছিল, তার কিছু অংশ লঙ্ঘন করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন ইউটার্ন নিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

মরিয়ম নওয়াজ এ সময় আরও বলেন, ওই মিটিংয়ে গ্রিন টাউন থেকে পিএমএলএনের যে পরিমাণ নেতাকর্মী যোগ দিয়েছেন তার সংখ্যা ইমরান খানের ‘ঐতিহাসিক আজাদি মার্চের’ সংখ্যার চেয়ে বেশি। পক্ষান্তরে এদিন ইমরান খান বক্তব্য রাখছিলেন রাজধানী ইসলামাবাদে। মরিয়ম বলেন, জোট সরকার বড় মনে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। এটা করা হয়েছে ইমরান খানের ফিতনার কারণে।

তিনি আরও বলেন, ইমরান খান যদি রিজার্ভে কিছু রেখে যেতেন, তাহলে জোট সরকার জনগণকে কিছুটা স্বস্তি দিতে পারতো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com