ঢাকা সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: ফখরুল

0

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে অবশ্যই তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরে বাইতুল মোশাররফ জামে মসজিদের সামনে ঢাকা সিটি উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে নিয়ে গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণকে এ মুক্তি আন্দোলনে সম্পৃক্ত করতে আমার নির্বাচনে এসেছি।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং জনদুর্ভোগ থেকে ঢাকাবাসীর মুক্তির জন্য তাবিথ আউয়াল যে কর্মসূচি নিয়েছে, ঢাকাবাসী সে কর্মসূচির সঙ্গে একমত হবেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি- জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তাবিথ আউয়ালের ধানে শীষ বিজয়ী হবে, ইনশা আল্লাহ। এ নির্বাচন গণতান্ত্রিক আন্দোলনকে আরও ত্বরান্বিত করবে।’

নির্বাচনের তারিখ পেছানো নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ইসি (নির্বাচন কমিশন) আগে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। তারা সব সময়ই অযোগ্যতার প্রমাণ দিয়েছে।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নের তাবিথ আউয়াল বলেন, ‘আমরা  প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিদিন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। আমাদের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ছে। আমরা দেখছি জনমত আমাদের পক্ষে রয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপির বড় চ্যালেঞ্জ হচ্ছে- গণতন্ত্র ফিরিয়ে আনা, সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসা, যেন সব রাজনৈতিক দল জনকল্যাণে কাজ করতে পারে।’

সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিএনপি মহাসচিব ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে মিরপুর ৬ নম্বর সেক্টরের বাইতুল মোশাররফ জামে মসজিদ মার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com