ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বদলানোর পক্ষে মত দিলেন মার্কিন সুপ্রিম কোর্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নেওয়া কঠোর অভিবাসন নীতি থেকে সরে আসার অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্ট এই সংকেত দেন।
আদালত জানায়, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাইলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মেক্সিকো নীতি থেকে সরে আসতে পারে।
কী ছিল ট্রাম্পের মেক্সিকো নীতিতে
ডোনাল্ড ট্রাম্পের নীতির আওতায় মেক্সিকোর নাগরিক নন- এমন ব্যক্তি যারা দেশটির দক্ষিণের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছেন, কিন্তু বৈধ হতে পারেননি, তাদের খুঁজে বের করে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়।
অভিবাসনসংক্রান্ত আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত তাদের আমেরিকায় থাকার অনুমতি দেওয়া হয়নি। আর রায় অভিবাসনপ্রত্যাশীদের বিপক্ষে গেলে তাদের পক্ষে আমেরিকায় প্রবেশের পথ চিরতরে বন্ধ হয়ে যায়।
এভাবে অনেক অভিবাসী পরিবার প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আইনজীবীদের মতে, এর ফলে বড় ধরনের বিপদে পড়েন অভিবাসনপ্রত্যাশীরা। ট্রাম্পের এমন কঠোর নীতি দেশ-বিদেশে তুমুল সমালোচিত হয়।