গুলিতে ৯ জন নিহতের পর সুদানে হাজারো মানুষের বিক্ষোভ

0

সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সুদানে ৯ জনকে গুলি করা হত্যার প্রতিবাদে দেশটির রাজপথে হাজারো মানুষ বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার সুদানের সড়কগুলোতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও টেলিযোগাযোগ বন্ধ রাখা সত্ত্বেও আট মাস আগে ক্ষমতা আঁকড়ে থাকা সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সমাবেশে অনেক মানুষ যোগ দেন।

প্রত্যক্ষদর্শী এএফপির সংবাদদাতারা বলেন, হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাসের শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে বুকে ও মাথায় গুলি করা হয়েছে। একজন শিশুও প্রাণ হারিয়ে, যার বুকে গুলি লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

গত বছরের ২৫ অক্টোবর থেকে গণতন্ত্রের দাবিতে সুদানে প্রতিসপ্তাহে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনতা। সুদানের সেনাবাহিনী কঠোরভাবে জনতার এই প্রতিরোধ দমন করেছে। এখন পর্যন্ত  ১৮ শিশু ১১৩ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গোষ্ঠী পূর্ব আফ্রিকার দেশটিতে সহিংসতার নিন্দা জানিয়ে উভয়পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com