সুনামগঞ্জ ছাড়া সারাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি
নদ-নদীর পানি না কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে, সিলেটসহ দেশের রংপুর অঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ভেঙে গেছে এতদিন তলিয়ে থাকা রাস্তাঘাট। দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। সঙ্গে তৈরি হয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট। ঠিকমতো ত্রাণ না পেয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন অনেকে।
বৃষ্টি না কমায় সুনামগঞ্জে হাওর এলাকার রাস্তাঘাট, হাটবাজার, বাড়িঘর এখনও বন্যার পানিতে তলিয়ে রয়েছে। বেশির ভাগ বাড়িঘর ভেঙে যাওয়ায় এ এলাকার অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। ত্রাণ সহায়তা ঠিকমতো না পাওয়ায় খেয়ে না খেয়ে আশ্রয়কেন্দ্রে কোনোমতে দিন পার করছেন বলে জানিয়েছেন বানভাসিরা।
এদিকে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্গে গবাদি পশুর খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে জনজীবন।
অন্যদিকে, লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি কমে যাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ি ইউনিয়নের ধরলা তীরবর্তী বেশ কয়েকটি এলাকার তীব্র ভাঙন দেখা দিয়েছে।