কুলাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, অর্ধশতাধিক আশ্রয়কেন্দ্রে হাহাকার

0

১৭ দিনেও কুলাউড়ায় বন্যা পরিস্থিতি উন্নতির কোনো চিত্র খুঁজে পাওয়া যায়নি। পৌর এলাকায় মানুষজন বাসায় হাটু পানির সাথে যুদ্ধ করছেন। কারো ডিবটিবওয়েলে পানি উঠছে না, কারো টয়লেট ওভারফ্লু হয়েছে। এছাড়াও ঘরের ভেতর পোকা মাকড়, মশা-মাছি, ব্যাঙ ও সাপ ঢুকে পড়ছে।

আতঙ্কে সময় পার করছেন কুলাউড়া পৌর এলাকার মাগুরা, বাদে মনসুর, টিটিডিসি এরিয়া, হাসপাতাল এলাকা, আহমদাবাদ, মহিলা কলেজ এলাকা, বিহালা, সোনাপুর, কুলাউড়া গ্রাম এলাকার মানুষজন।

শহরের উপজেলা রোডে এখনো কোমর পানি। এতে উপজেলা কমপ্লেক্সে যাওয়া- আসায় মানুষের দুর্ভোগের শেষ নেই। শহরের আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা আরো শোচনীয়। রান্না-বান্না করার সুযোগ নেই। কেউ এক বেলা খাবার পেলে আরেক বেলা উপোস থাকছেন।

বৃহস্পতিবার উপজেলা কমপ্লেক্সের রাবেয়া স্কুল আশ্রয় কেন্দ্রে রিনা বেগম (৬০) নামে এক মহিলা দু’দিন থেকে পরিবার নিয়ে উপোস আছেন জানিয়ে খাবারের জন্য আকুতি জানান। উপজেলার অর্ধশতাধিক আশ্রয় কেন্দ্রেই হাহাকার বিরাজ করছে।

তবে কুলাউড়ার রাজনীতিবিদ, পুলিশ, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসীরা এগিয়ে এসেছেন দুর্গতদের পাশে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com