আবারও বাড়ছে যমুনার পানি

0

টানা বৃষ্টি ও উজানের ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। এতে অভ্যন্তরীণ নদ-নদী ও খাল-বিলেও পানি বাড়ছে। নিমজ্জিত হচ্ছে চরাঞ্চলের নিম্নাঞ্চল।

শুক্রবার (১ জুলাই) সকালে শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৫ মিটার।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন‌ জানান, গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে শহরের হার্ডপয়েন্ট এলাকায় বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৩ দশমিক ৩৫ মিটার)। এছাড়া কাজিপুর পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয় ১৪ দশমিক ৭৬ মিটার। ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৫.২৫ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে পানি কমতে থাকতে। তবে গত বুধবার থেকে আবারও বাড়তে শুরু করেছে। আরও ৩ থেকে ৪ দিন পানি বাড়বে। তবে এ দফায় বন্যার কোনও শঙ্কা নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com