রাষ্ট্রচিন্তা’র রাষ্ট্রসংস্কারের বিষয়ে নিন্মরুপঃ

0

একটি আত্মমর্যাদাশীল সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য মাত্রা নিয়ে আমার ব্যক্তিগত রাষ্ট্রচিন্তার কিছু নিম্নরূপ দেশপ্রেমিকদের জন্য তুলে ধরা হলো,।

রাষ্ট্রচিন্তা’র রাষ্ট্রসংস্কারের বিষয়ে নিন্মরুপঃ

(ক) বিদ্যমান এককেন্দ্রিক শাসন-ব্যবস্থার অবসান করে, সরকারকে কেন্দ্রীয় এবং স্থানীয় এই দুই স্তরে বিভক্ত করতে হবে,। প্রত্যেক স্তরের ক্ষমতা, কর্তব্য, দায়িত্ব ইত্যাদি পৃথক এবং সুনির্দিষ্ট করতে হবে,।

(খ) ব্রিটিশ ও পাকিস্তান প্রবর্তিত স্থানীয় শাসন-ব্যবস্থার পরিবর্তে স্বয়ংসম্পূর্ণ, স্বশাসিত, জনগণের প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার-কাঠামো গড়ে তুলতে হবে,।

(গ) প্রচলিত কেন্দ্রীয় সরকারের পরিবর্তে স্থানীয় সরকারকে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে হবে এবং একে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম করে তোলার জন্য সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সংস্কার করতে হবে,।

(ঘ) স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা যাতে জনমানুষের কাছে জবাবদিহিতে বাধ্য থাকে সেজন্য প্রয়োজনে তাদের প্রত্যাহার বা রিকল-এর ক্ষমতা জনমানুষের কাছে প্রদানের সাংবিধানিক ব্যবস্থা প্রণয়ন করতে হবে,।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com