যা চায়নি তাই পাচ্ছে পুতিন: বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, পুতিন যা চায়নি সে ঠিক তাই পাচ্ছে।
স্পেনের মাদ্রিদে ন্যাটো সামিট শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন জো বাইডেন।
বাইডেন বলেন, পুতিন মনে করেছিল সে ন্যাটোতে ভাঙতে পারবে। সে আমাদের দুর্বল করে দিতে চেয়েছিল। সে চেয়েছিল আমাদের দৃঢ় সঙ্কল্প ভেঙে যাক। কিন্তু সে ঠিক তাই পাচ্ছে যা সে চায়নি।
জো বাইডেন আরও বলেন, পুতিন চেয়েছিলেন ন্যাটো হবে ফিনল্যান্ডের মতো। কিন্তু এখন ফিনল্যান্ডই ন্যাটো হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা আগের চেয়ে আরও বেশি একতাবদ্ধ। এবং ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে যোগ দিলে আমরা আরও শক্তিশালী হব। তাদের আছে শক্তিশালী সেনাবাহিনী। আমরা ফিনিশ-রাশিয়া সীমান্তে ন্যাটোর সীমানা ৮০০ কিলোমিটার বৃদ্ধি করতে যাচ্ছি।
তাছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও কথা বলেছেন জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকা ও অন্যন্য দেশের জনগণের যে কোনো সমস্যা না হয় সে বিষয়টি মাথায় রেখে রাশিয়ার জ্বালানির মূল্য নির্ধারণ করে দেওয়া নিয়ে কাজ করছেন তারা।
সূত্র: সিএনএন