তেলের মূল্য নির্ধারণ নিয়ে রাশিয়ার সতর্কতা
আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেলের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে জি-৭ জোটের সম্মেলনে আলোচনা হয়।
জি-৭ জোটের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধ লাগায় আন্তর্জাতিক বাজারে তেল ও জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। আর মূল্য বৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া তেল বিক্রি করে বেশি লাভ করছে এবং লাভকৃত অর্থ যুদ্ধে ব্যবহার করছে।
তবে তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে সতর্কতা দিয়েছে রাশিয়া। তাদের পক্ষ থেকে বলা হয়েছে মূল্য নির্ধারণ করে দিলে দাম কমার বদলে বেড়ে যেতে পারে।
এ ব্যাপারে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, মূল্য নির্ধারণ করলে দাম অস্থিতিশীল হয়ে যাবে এবং বাজারে মূল্য আরও বেড়ে যেতে পারে।
রাশিয়ার আয়ের সবচেয়ে বড় উৎস হলো তাদের প্রাকৃতিক সম্পদ। গত বছর ইউরোপের মোট গ্যাসের চাহিদার ৪০ ভাগ যোগান দিয়েছে রাশিয়া। তাছাড়া রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেলও কিনে থাকে ইউরোপের দেশগুলো।
সূত্র: আল জাজিরা