তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রিতে বাইডেনের সবুজ সংকেত

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা উচিত। তবে তিনি জানিয়েছেন, এক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন লাগবে।

তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে জো বাইডেন বলেন, তাদের কাছে আমাদের এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা উচিত। তাছাড়া তাদের কাছে যেসব পুরনো এফ-১৬ বিমান আছে সেগুলোও আধুনীকিকরণ করা উচিত।

তিনি আরও বলেন, এটি করতে আমার কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। আমি মনে করি এটি করতে পারব।

তুরস্ক ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়া পর পরই তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

অথচ গত অক্টোবর মাসে ৪০টি আধুনিক এফ-১৬  যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিল তুরস্ক।

ফলে কথা ওঠেছে তুরস্ক ফিনল্যান্ড-সুডেনের ন্যাটো সদস্য পদেরও ওপর থেকে ভেটো সরিয়ে নেওয়ায় এর প্রতিদান হিসেবে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে বিমান বিক্রি করতে সম্মত হয়েছে।

তবে প্রেসিডেন্ট জো বাইডেন এটি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এমন কিছু হয়নি।

এদিকে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

সূত্র: আল আরাবিয়া

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com