পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

0

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সংঘর্ষ চলাকালে বুধবার ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি ও ইসরাইলি কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৫ বছর বয়সী মোহাম্মদ মারির বুকে গুলি লাগায় তিনি প্রাণ হারান।

এদিকে ফিলিস্তিনের এক কর্মকর্তা বার্তা সংস্থা ওয়াফা’কে জানান, ওই শহরে ইসরাইলি বাহিনীর অভিযান চলাকালে তিনি নিহত হন।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা পশ্চিম তীরের বিভিন্ন স্থানে রাতে ‘সন্ত্রাসবাদ বিরোধী অভিযান’ চালায়।

তারা জানায়, জেনিনে ফিলিস্তিনি বন্দুকধারীরা ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়।

মারির মৃত্যুর বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করে তারা আরো জানায়, ‘সন্দেহভাজনরা সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারে। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে পাল্টা অভিযান চালালে একজন গুলিবিদ্ধ হন।’

ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সঙ্ঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি নিহত হন।

গত মার্চের শেষের দিক থেকে সঙ্ঘাতে প্রাণ হারানো এই ফিলিস্তিন যুবক হলেন নবম ব্যক্তি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com