হজের উদ্দেশে দীর্ঘ ১১ মাস পায়ে হেঁটে মক্কায় ব্রিটিশ নাগরিক

0

হজ আদায়ের উদ্দেশে দীর্ঘ ১১ মাস পায়ে হেঁটে অবশেষে মক্কায় পৌঁছলেন আদম মোহাম্মদ নামের ৫৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদন করে। তাতে জানানো হয়, মক্কায় পৌঁছার সাথে সাথেই আদম মোহাম্মদকে সেখানকার অসংখ্য মানুষ অভিবাদন জানায়। তিনিও তাদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।

পায়ে হেঁটে হজ আদায় প্রসঙ্গে আদম মোহাম্মদ জানান, তিনি ১০ মাস ২৬ দিন আগে ব্রিটেন থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময়ের মধ্যে তিনি অন্তত ৯টি দেশ অতিক্রম করেন এবং অবশেষে সৌদি আরব পৌঁছান।

তিনি আরো জানান, মক্কায় পৌঁছতে তাকে কঠিন প্রতিকূল আবহাওয়া ও দুশ্চিন্তার সম্মুখীন হতে হয়েছে এবং অতিক্রম করতে হয়েছে ৬৫ হাজার কিলোমিটার। তিনি জানান, হজ তার জীবনের অন্যতম স্বপ্ন।

সূত্র : জিও নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com