বাইডেনের মধ্যপ্রাচ্য সফর: প্রধান ২টি লক্ষ্যে নেই ফিলিস্তিন ইস্যু

0

ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, যে দুটি প্রধান লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফর করবেন, তার মধ্যে ফিলিস্তিন ইস্যুটি নেই।

সাফা নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

আগামী ১৩ জুলাই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন বাইডেন। সফরের শুরুটা তিনি করবেন ইসরাইল থেকে। এরপর অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে যাবেন। যেখানে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করবেন। এরপর যাবেন সৌদি আরব। সেখানে রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, মিসর, জর্ডান ও ইরাকের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশ নিবেন।

ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক আহমেদ রফিক আওয়াদ এবং হুসাম আল-দাজনি সাফা নিউজ এজেন্সিকে দেয়া দুটি পৃথক সাক্ষাৎকারে একমত হয়েছেন যে, বাইডেনের সফরের দুটি প্রধান লক্ষ্য রয়েছে। এর একটি হলো- ইউক্রেনের যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট দুর করা। অপরটি হলো – ইসরাইল এবং আরব দেশগুলোকে অন্তর্ভুক্ত করে একটি জোট গঠনের মাধ্যমে ইরানের হুমকি রোধ করা।

আওয়াদ বলেন, ‘এই সফরের প্রধান লক্ষ্য ইসরাইলের নিরাপত্তা এবং এই অঞ্চলে সুসংহত করা, সর্বোপরি পুরো মধ্যপ্রাচ্যকে যেন ইসরাইল হাতের মুঠোয় নিতে পারে, সে ব্যাপারে সহায়তা করা।’

‘দ্বিতীয় লক্ষ্য হলো আরব তেল উৎপাদকদের উৎপাদন বাড়াতে চাপ দেয়া, যাতে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি সরবরাহের ঘাটতি মেটানো যায়। পাশাপাশি তাদের রাশিয়ার জোট থেকে দূরে রাখা।’

তিনি বলেন, ‘আমাদের ফিলিস্তিনিদের জন্য, এ সফরটি বাস্তবে কোনো সুফল বয়ে আনবে কিনা, সে ব্যাপারটি স্পষ্ট না। এবং বাইডেনই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যার ফিলিস্তিনি-ইসরাইল দ্বন্দ্ব সমাধানের পরিকল্পনা নেই।’

আওয়াদ সর্বশেষ বলেন, ‘এই সফরে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরাইল।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com