সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত

0
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ জুন) সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে এ কথা জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিনকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে।
এ সময় অ্যাটর্নি জেনারেলসহ সব আইনজীবীর সহযোগিতা কামনা করেন তিনি। না হলে ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে বলে জানান প্রধান বিচারপতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল বিচারপতি মো. ইকবাল কবীরসহ ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই চিকিৎসা নিচ্ছেন।
দেশে দীর্ঘদিন করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল। তবে গত কয়েক দিনে তা আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, রবিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৪০ জন।
এ ছাড়া, এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮০ জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৫ হাজার ১৭৩। সোমবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com