রাশিয়ার স্বর্ণ আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডা

0

যুক্তরাষ্ট্রসহ জি-৭ এর নেতারা রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে। এটি মস্কোর বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইটারে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা জি-৭ এর নেতারা একত্রিত হয়ে রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ ঘোষণা করবো।’

স্বর্ণ রাশিয়ার একটি প্রধান রফতানি পণ্য। যা থেকে দেশটি কয়েক বিলিয়ন ডলার আয় করে থাকে।

একটি পৃথক বিবৃতিতে ব্রিটিশ সরকার জানিয়েছে, নতুন খনন বা পরিশোধিত স্বর্ণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তবে এটি রাশিয়া থেকে উৎপাদিত স্বর্ণের ওপর কোনো প্রভাব ফেলবে না।

সূত্র : আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com