বৃষ্টির পূর্বাভাস, বন্যা পরিস্থিতির উন্নতি

0
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশে আরো ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া  অফিসের তথ্যমতে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
বন্যায় ফলে তলিয়ে যাওয়া কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরেও পরিস্থিতির উন্নতি হতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুসারে, তিস্তা অববাহিকা ব্যতীত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে এবং ভারতের বিভিন্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।
একই সময়ে উত্তর হিমালয় পশ্চিমবঙ্গে (জলপাইগুড়ি এবং সিকিম) মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাই তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাতিয়ায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com