প্রিয় শায়খের জানাজায় এরদোগানের আবেগঘন স্মৃতিচারণ
তুরস্কের শীর্ষ আলেম ও দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ধর্মীয় গুরু শায়খ মাহমুদ এফেন্দি বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন।
শুক্রবার জুমার নামাজের পর ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান ফাতিহ মসজিদে শায়খের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন শিষ্য এরদোগানও।
জানাজাপূর্ব বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আজ আমরা আমাদের এক অন্যতম নেতাকে চিরবিদায় জানাচ্ছি। তিনি ছিলেন ইলম, প্রজ্ঞা ও মারেফাতী জ্ঞানের ধারক-বাহক।’
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘১৯৬৫-১৯৬৬ সালে আমি আল ফাতিহের মাদরাসায় পড়ি। আমরা ইসমাইল আগা জামে মসজিদে জুমা আদায় করতাম। প্রতি শুক্রবারেই আমরা শায়খের খুতবা শ্রবণ করতাম।’
এরদোগান বলেন, ‘প্রকৃতপক্ষে শায়খ জীবদ্দশায় এই উম্মাহর একজন আধ্যাত্মিক পরিচালক ছিলেন। তার ইলমী ও আধ্যিত্মিক সংগ্রাম পূর্ব ও পশ্চিমে বিস্তৃত ছিল। আমার জানা মতে- অনেক প্রতিকূলতা সত্ত্বেও তিনি কখনো এক মুহূর্তের জন্যও ফরজ ও সুন্নাত থেকে সরে যাননি।’
তুর্কি প্রেসিডেন্ট স্বীয় উস্তাদের রূহের মাগফেরাত কামনা করে বলেন, ‘আমাদের বিশ্বাস- শায়খ তার দৃঢ় ঈমানের পুরস্কার স্বরূপ জান্নাতে আল্লাহর রাসূল সা:-এর প্রতিবেশী হবেন।’