ইসরায়েলি গুলিতে নিহত হন আল জাজিরার শিরীন: জাতিসংঘ

0

ফিলিস্তিনি জঙ্গি নয়, ইসরায়েলি সেনাদের গুলিতে আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিজেদের তদন্তে এই উপসংহারে পৌঁছেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক নারী মুখপাত্র জানান, ১১ মে’র ঘটনায় স্বাধীন নজরদারির ফলাফল এই অনুসন্ধান।

পশ্চিমতীরে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সংবাদ সংগ্রহ করা সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। ফিলিস্তিনিরা তাকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে। আর ইসরায়েলিরা জানায়, নিহতের কারণ এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ঘটনার দিন শিরীন বুকে ‘প্রেস’ লেখা সুরক্ষা পোশাক পরেছিলেন। মাথায় ছিল হেলমেট। ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে গুলিবিনিময়ের সময় রাস্তার পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের নারী মুখপাত্র রাবিনা শামদাসানি জানান, তাদের অনুসন্ধানে উঠে এসেছে যে গুলিতে আবু আকলেহ নিহত ও তার সহকর্মী আলী সামুদি আহত হয়েছেন তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ছোড়া। এটি সশস্ত্র ফিলিস্তিনিদের ছোড়া গুলি নয়, যেমনটি শুরুতে দাবি করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।

তিনি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের এখনও ফৌজদারি তদন্ত শেষ না করাটা গভীর উদ্বেগজনক।

শামদাসানি জানান, ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে তারা তথ্য পেয়েছেন।

গত মাসে ফিলিস্তিনের একটি তদন্তে বলা হয়েছে, শিরীন আবু আকলেহ ইসলায়েলের এক সেনা সদস্য ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করেছে তা একটি ডাহা মিথ্যা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com