ইউক্রেন যাওয়ার প্রশ্নে যা বললেন বাইডেন

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, তার ইউক্রেনে যাওয়ার সম্ভাবনা নেই।

এ সপ্তাহের শেষে ইউরোপ সফরে যাবেন বাইডেন।

ইউক্রেনে যাওয়ার পরিকল্পনা এখনো আছে কিনা? এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন। এটি নির্ভর করে (পরিস্থিতির ওপর)।

তবে বাইডেন জানান, তিনি চান না নতুন করে ইউক্রেনীয়দের আর কোনো সমস্যার কারণ হতে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গ্রুপ-সেভেন বা জি-৭ এর বৈঠক এবং ন্যাটোর সামিটে অংশ নিতে ইউরোপ সফরে আসছেন। এবারের ইউরোপ সফরে তিনি যাবেন জার্মানি এবং স্পেনে। জার্মানিতে হবে জি-৭ এর বৈঠক। অন্যদিকে স্পেনের মাদ্রিদে হবে ন্যাটোর সামিট।

জো বাইডেনকে সাংবাদিকরা আবারও জিজ্ঞেস করেন তিনি কি ইউক্রেন সফরে যাবেন কিনা?

ফের একই প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‘এ সফরে, সম্ভাবনা নেই’।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেন সফরে যাননি প্রেসিডেন্ট জো বাইডেন।

নিজে যাওয়ার বদলে ইউক্রেনে তিনি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে। তাছাড়া ফার্স্ট লেডি জিল বাইডেনকেও যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পাঠিয়েছেন তিনি।

সূত্র: সিএনএন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com