বিশ্বকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে রাশিয়াকে থামান: জেলেনস্কি

0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্বজুড়ে যে খাদ্য সংকট শুরু হয়েছে, রাশিয়ার সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ না হলে তা দুর্ভিক্ষে গড়াবে।

সোমবার তিনি আফ্রিকান ইউনিয়নের নেতাদের সঙ্গে এক ভিডিওকলে এসব কথা বলেন। খবর আনাদোলুর।

জেলেনস্কি বলেন, যুদ্ধটা আপনার এবং আপনাদের দেশগুলো থেকে অনেক দূরে হচ্ছে, কিন্তু এর খারাপ প্রভাব বিশেষ করে খাদ্য সংকট সরাসরি আপনাদের ওপর পড়ছে।

আফ্রিকা ছাড়াও এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার কোটি কোটি মানুষ আজ খাদ্য সংকটের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে সবচেয়ে ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে আফ্রিকার দেশগুলো।

গত ফেব্রুয়ারি থেকে সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেনের বন্দরগুলো বন্ধ করে দিয়েছে রাশিয়া। ফলে খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না ইউক্রেন।

তবে রাশিয়া বলছে ভিন্নকথা। মস্কোর দাবি, পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণেই বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com