শিক্ষক হিসেবে কাদের কাছে যাবেন

0

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এর পাশাপাশি আন্দোলন রুখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারিকৃত এক আদেশে গতকাল শনিবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ‘জরুরিভিত্তিতে’ এই ছুটি ঘোষণা করা হয়েছে। এ সবই হয়েছে একই দিনে।

এই হামলা থেকে নিজেদের বাঁচাতে শিক্ষার্থীরা ধানের খেতসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছেন। সেখানে এবারই প্রথম শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বড় ধরনের আন্দোলন তৈরি করেছেন। এর আগে যতবারই সেখানে যৌন হয়রানিসহ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হয়েছে, সবই শোকজ জারি করে, শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের হুমকি দিয়ে দমানোর চেষ্টা হয়েছে। সেখানে প্রশাসনের মনমতো কিছু না হলেই বিশ্ববিদ্যালয়ের ‘ভাবমূর্তি’ নষ্টের অভিযোগ এনে শিক্ষার্থীদের সাময়িক বা স্থায়ী বহিষ্কারের নোটিশ পেতে হয়। শুধু গত এক বছরেই অন্তত ২৭ শিক্ষার্থীকে এ ধরনের বহিষ্কারের নোটিশের মুখোমুখি হতে হয়েছে। তবে এসব নোটিশ শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড ভয়ভীতি সৃষ্টি করেছে। তাঁদের স্বতঃস্ফূর্ত চিন্তা-চেতনায় বড় ধরনের আঘাত করছে। অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে, তাঁরা কোনোভাবে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে চান। অথচ এই জীবনটিই হওয়ার কথা সবচেয়ে আনন্দের, সবচেয়ে কাঙ্ক্ষিত

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com