ধর্মঘটের সময় বাড়ালেন তিউনিসিয়ার বিচারকরা

0

প্রেসিডেন্ট কাইস সাঈদের বিচার বিভাগের ওপর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে চলমান ধর্মঘটের সময় বাড়িয়েছেন তিউনিসিয়ার বিচারকরা।

গত দুই সপ্তাহ ধরে এ ধর্মঘট চালিয়ে যাচ্ছেন বিচারকরা। রোববার এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়েছে, নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে গত জুলাইয়ে পার্লামেন্ট ভেঙে দেয়ার পর বেশকিছু বিচারককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট সাঈদ।

‘দুর্নীতি’ ও ‘সন্ত্রাসীদের’ রক্ষার অভিযোগে প্রেসিডেন্ট সাঈদ গত ১ জুন বরখাস্ত করেছেন ৫৭ জন বিচারককে। তবে দেশটির বিচারকদের সংগঠন- তিউনিসিয়া জাজেস অ্যাসোসিয়েশন বলছে, মূলত রাজনৈতিক কারণেই তাদের বরখাস্ত করা হয়েছে।

বিচারকরা গত ৪ জুন থেকে তাদের কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তারা অভিযোগ করছেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রেসিডেন্ট এমন পদক্ষেপ নিচ্ছেন।

তরুণ বিচারকদের সংগঠন- ইয়ং জাজেস অ্যাসোসিয়েশনের প্রধান মুরাদ মাসৌদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বিচারকরা তাদের ধর্মঘট তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাড়িয়েছেন এবং এক দিন তারা তাদের ইউনিফর্ম পরে রাস্তায় বিক্ষোভ দেখাবেন।’

তিনি বলেন, বিচারকরা সিদ্ধান্ত নিয়েছেন, তারা বহিষ্কারাদেশের বিরুদ্ধে অনশনে বসবেন।

গত ১ জুনের বহিষ্কারাদেশের বিরুদ্ধে ধর্মঘট ডেকেছে বিচারকদের চারটি সংগঠন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com