খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সুপ্রিম কোর্টে মহিলা আইনজীবীদের মানববন্ধন

0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন করেছেন বিএনপি সমর্থক মহিলা আইনজীবীরা।

সোমবার দুপুরে বেগম খালেদা জিয়া মহিলা আইনজীবী সমর্থক ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট অঙ্গনে মানববন্ধন করেন মহিলা আইনজীবীরা। এতে শতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি প্রদান এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানান।

বেলা ১টার দিকে মহিলা আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে মানববন্ধন করেন। এরপর মানববন্ধন ও মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের মাজার গেট দিয়ে সড়কে বাহির হতে চাইলে গেট বন্ধ করে দেয়া হয়। বাধা পেয়ে তারা মিছিল নিয়ে আবার সুপ্রিম কোর্ট বার ভবনে ফিরে আসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন আক্তারের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন আইনজীবী শাম্মী আক্তার, জাহানারা বেগম, দেলোয়ারা হাবিব, জোসনা পারভীন, মিনা বেগম মিনি, শান্তা খন্দকার, জাকীয়া আনার কলি, ফাতিমা আক্তার, মারিয়াম খন্দকার, পারভিন কায়সার মুন্নি, আকলিমা পারভিন, আফসানা হক শুভ্রা, নাসরিন খন্দকার শিল্পী, শেফালি, লিমা, শাহিন আরা লাইলী, মেহেবুবা জুই।

মহিলা আইনজীবীদের সাথে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, জহিরুল ইসলাম সুমন, আনিসুর রহমান রায়হান, মু: কাইয়ুম প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com