বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক না করার আহ্বান পোপের
বিয়ে ছাড়া পুরুষ-নারীকে শারীরিক সম্পর্ক না করার আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস। নতুন ভ্যাটিকান গাইডে এমন আহ্বান জানিয়েছেন। সেখানে একটি সফল শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা কী- তা ব্যাখ্যা করা হয়েছে।
ক্যাথলিক চার্চের নেতা বলেন, সতীত্ব প্রকৃত প্রেমের সময় এবং পদ্ধতি শেখায়। ৯৭ পৃষ্ঠার নথিটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। খবর ডেইলি মেইলের
পোপ ফ্রান্সিস বলেন, আধুনিক দম্পতি দ্রুত বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু সতী দম্পতিরা যৌন সম্পর্কের চাপ ছাড়া কীভাবে একসাথে থাকতে হয় তা শিখতে সক্ষম হয়। জীবনের পড়ন্ত বেলায়ও এই শিক্ষা সাহায্য করে। যখন শারীরিক চাহিদা শেষ হয়ে যায়, তখনও দম্পতিরা একসঙ্গে আনন্দে বসবাস করতে পারেন।
টেলিগ্রাফের খবরে বিষয়টিকে বিতর্কিত হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ এর আগে তালাকপ্রাপ্ত ও সমকামী দম্পতিদের পক্ষে খোলাখুলি কথা বলেছিলেন পোপ। এই আহ্বান তার বিপরীত বলে মনে করা হচ্ছে।