টানাটানি করলে আ.লীগের ক্ষমতার মেয়াদ আরও বাড়বে: সংসদে শেখ সেলিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনে নামানো যাবে না। যত টানাটানি করবে ততই ক্ষমতার মেয়াদ আরও বাড়বে।
প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর রোববার জাতীয় সংসদের বৈঠকে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
আলোচনায় অংশ নিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি বলছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনে নামানো হবে। কিন্তু নামানোর চেষ্টা করে লাভ নেই। কারণ এতে আওয়ামী লীগের ক্ষমতার মেয়াদ আরও বাড়বে। টানলেই লম্বা হবে। ওরা যত টানবে আমাদের ক্ষমতা আরও বাড়বে। আরও টানলে এটা ৫০ বছরে পৌঁছে যাবে।