কিয়েভের উদ্দেশে যাত্রা করেছেন ম্যাক্রোঁ, শলৎস ও দ্রাঘি
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি কিয়েভের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
বৃহস্পতিবার পোল্যান্ড থেকে ট্রেনে করে তারা যাত্রা করেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে এই তিন নেতাকে ট্রেনের কামরায় পাশাপাশি বসে থাকতে দেখা গেছে।
রাশিয়া চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর পর ইউরোপের এই তিন নেতা প্রথম কিয়েভ সফর করছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে তারা সাক্ষাৎ করবেন।