রুশ আক্রমণে ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো ইউক্রেন
ইউক্রেনে রুশ অভিযান তিনমাসের বেশির সময় গড়িয়েছে। এতে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ইউক্রেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স-(কেএসই) জানিয়েছে, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার। শুক্রবার বিবিসি তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পর্যালোচনা করে (কেএসই) আরও জানিয়েছে, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, শ্রমিক চলে যাওয়া ও অন্যান্য ফ্যাক্টর মিলিয়ে ইউক্রেন বিপুল ক্ষয়ক্ষতির মুখে। ভবন ও অবকাঠামো ধ্বংসে ক্ষতি আনুমানিক ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি।
রুশ বাহিনীর দীর্ঘ অবরোধ আর ভয়াবহ গোলাবর্ষণে অনেকটাই বিধ্বস্ত মারিউপোল শহর। এছাড়া খারকিভ, চেরনিহিভ, সামি-তে যুদ্ধের শুরু থেকেই একের পর হামলায় চালানো হয়। ডনবাসের সেভেরোডোনেটস্ক ও লিসিচানস্ক যেখানে প্রচণ্ড লড়াই চলছে। এর বিভিন্ন জায়গার অনেক আবাসিক ভবন বিধ্বস্ত বলছে কেএসই।
চলমান যুদ্ধে ইউক্রেনের কোম্পানিগুলো ১১ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে অর্ধ বিলিয়ন ডলারের বেশি। কেএসই জানিয়েছে, রুশ বাহিনী দুইশর বেশি ইউক্রেনীয় কোম্পানি, কারখানা ও গাছপালা ধ্বংস করেছে।
এদিকে ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী টিমোফি মিলোভানভ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, পুনর্গঠনের জন্য ইউক্রেনের ৭৫০ বিলিয়ন অর্থের প্রয়োজন।